ব্যবহার বিধি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর বৈষয়িক শাখা হতে যেকোনো সেবা নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

সেবা ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা ফাইল Scan(স্ক্যান) করবার কিছু শর্তাবলী আছে এবং ফাইলের ফরম্যাট গুলি নিচে দেওয়া হলোঃ

সেবা গ্রহীতার সত্যায়িত এক কপি ছবির সফট(স্ক্যান) কফি।[*অবশ্যই .jpg(জেপিজি)/.jpeg(জেপিইজি)/.png(পিএনজি) ফরমেটে প্রদান করতে হবে।]

সেবা গ্রহীতার সত্যায়িত স্বাক্ষরের সফট(স্ক্যান) কফি।[*অবশ্যই .jpg(জেপিজি)/.jpeg(জেপিইজি)/.png(পিএনজি) ফরমেটে প্রদান করতে হবে।]

সেবা গ্রহীতার জাতীয় পরিচয় পত্রের সফট(স্ক্যান) কফি নিম্নে সংযুক্তি অংশে যুক্ত করুন।[*অবশ্যই .pdf(পিডিএফ) ফরমেটে প্রদান করতে হবে।]

ডাউনলোডকৃত আবেদন ফর্মটি পুরন করুন এবং পুরনীয় তথ্য সঠিক থাকলে নিম্নে সংযুক্তি অংশে যুক্ত করুন।[*ফর্মটি অবশ্যই .docx(ডক) ফরমেটে প্রদান করতে হবে।]

নির্ধারিত সেবা ফি ,আবেদন ফর্ম ফি এবং ভ্যাট সহ সমুদয় অর্থ পরিশোধিত থাকলে পরিশোধিত অর্থের ব্যাংক রশিদের সফট(স্ক্যান) কফি নিম্নে সংযুক্তি অংশে যুক্ত করুন।[*অবশ্যই .pdf(পিডিএফ) ফরমেটে প্রদান করতে হবে।]

সেবার ধারণ অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সফট(স্ক্যান) কফি নিম্নে সংযুক্তি অংশে যুক্ত করুন।[*অবশ্যই .pdf(পিডিএফ) ফরমেটে প্রদান করতে হবে।]


রেজিস্ট্রেশন এর বিস্তারিত

অনলাইনে আবেদন করতে হলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করা যাবে।
ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে : https://services.kda.gov.bd/login
আবেদনকারী যেকোনো স্থান থেকে ল্যাপটপ বা কম্পিউটার এর নির্দিষ্ট ওয়েব ব্রাউজার ব্যবহার করে এই লিংকের মাধ্যমে সিস্টেমে একটি একাউন্ট খোলার মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

উপরে উল্লেখিত ওয়েবসাইটে আবেদনকারীর যদি আগে থেকে রেজিস্ট্রেশন/অনলাইন নিবন্ধন করা না থাকে তাহলে তাকে প্রথমে ওয়েবসাইট ভিজিট করে অনলাইন নিবন্ধন/রেজিস্ট্রেশন করে নিতে হবে।

তারপর রেজিস্টার কৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড বসিয়ে সিস্টেমে লগ-ইন করতে হবে।

বিঃদ্রঃ উল্লেখিত ওয়েবসাইটের অনলাইনে সাইন আপ করুন অপশনে গিয়ে আবেদনকারী নিবন্ধন/রেজিস্ট্রেশন করবেন।

উল্লেখিত ওয়েবসাইটের অনলাইনে সাইন আপ করুন অপশনে গিয়ে নিবন্ধন/রেজিস্ট্রেশন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন।

নামের প্রথম অংশ ও নামের শেষ অংশ ইংরেজিতে প্রদান করুন।

জাতীয় পরিচয় পত্র নম্বর নির্ভুলভাবে প্রদান করুন।

সঠিক ইমেইল এড্রেস প্রদান করুন।

আপনার ১১ সংখ্যার মোবাইল নম্বরটি প্রদান করুন।[*অবশ্যই আপনার মোবাইল নম্বরটি সক্রিয় থাকতে হবে..]

পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন এই উভয় স্থানে একই পাসওয়ার্ড প্রদান করুন।[*অবশ্যই আপনার পাসওয়ার্ডটি কমপক্ষে ৮ সংখ্যা বিশিষ্ট হতে হবে।পরবর্তীতে ব্যবহারের জন্য পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন।]

সত্যায়িত প্রোফাইল ছবি এবং স্বাক্ষর এর সফট(স্ক্যান) কফি প্রদান করুন।[*প্রোফাইল ছবি এবং স্বাক্ষর অবশ্যই .jpg(জেপিজি)/.jpeg(জেপিইজি)/.png(পিএনজি) ফরমেটে প্রদান করতে হবে]

কেডিএ-এর সকল শর্তাবলীর সাথে সম্মতি প্রদান করে সাইন আপ করুন বাটনে ক্লিক দিন।

উল্লেখিত ওয়েবসাইটের অনলাইনে নিবন্ধন/রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনার প্রদত্ত মোবাইল নাম্বারটি ভেরিফাই করা হবে।

আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ওটিপি(Verification Code) প্রেরণ করা হবে। এই ওটিপি(Verification Code) সঠিকভাবে প্রদান করে পরবর্তীতে সিস্টেমে লগ-ইন করতে হবে। অনলাইনে আবেদন করবার পরে আবেদন সম্পর্কিত সকল তথ্য মোবাইলে এসএমএস এর মাধ্যমে আসবে।

প্রদত্ত ৬ ডিজিটের ওটিপি(Verification Code) প্রদান করুন এবং ভেরিফাই করুন বাটনে ক্লিক করুন।


লগইন এর বিস্তারিত

উল্লেখিত ওয়েবসাইটের অনলাইনে লগইন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন।

রেজিস্ট্রেশন হয়ে গেলে বা পূর্বে করা থাকলে যে নির্দিষ্ট মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটি দিয়ে লগইন করতে হবে।

পাসওয়ার্ড সংরক্ষন রাখুন।

লগইন বাটনে ক্লিক করুন।

বিঃদ্রঃ কোন কারণে আবেদনকারী যদি রেজিস্ট্রেশন করার সময় দেওয়া প্রদত্ত পাসওয়ার্ড ভুলে যান তাহলে লাল চিহ্নিত (পাসওয়ার্ড ভুলে গিয়েছেন ?) অপশনে ক্লিক করে পুনরায় পাসওয়ার্ড সম্পাদনা করে নিতে পারবেন। সে ক্ষেত্রে সঠিক ই-মেইল এড্রেস প্রদান করলে আপনার ই-মেইলে পাসওয়ার্ড পরিবর্তন এর পদ্ধতি পাঠানো হবে।


অনলাইন আবেদন এর বিস্তারিত

লগইন সম্পন্ন হলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে।

পূর্বের আবেদনের তথ্য দেখার জন্য পূর্বের আবেদনের/আবেদন সমূহের তথ্য এর ক্লিক করুন বাটনে ক্লিক করুন।

নতুন আবেদনের জন্য নতুন আবেদনের ফরম পুরনের জন্য চাহিত সেবার ধরন নির্বাচন করুন এই অপশন এ ক্লিক করুন।

অনলাইনে আবেদনের জন্য ফর্মে নির্ধারিত তথ্য গুলো প্রদান করুন।

সেবার ধরন নির্ধারণ করুন এবং সেবার ধরন অনুযায়ী প্রদত্ত আবেদন ফর্মটি ডাউনলোড করুন

ডাউনলোডকৃত ফর্মটি পুরন করুন।

পুরনীয় তথ্য সঠিক থাকলে নিম্নে সংযুক্তি অংশে যুক্ত করুন।[*ফর্মটি অবশ্যই .docx(ডক) ফরমেটে প্রদান করতে হবে।]

নির্ধারিত সেবার জন্য পরিশোধযোগ্য পেমেন্ট ইনফরমেশন দেখতে পাবেন।

পরিশোধযোগ্য পেমেন্ট ইনফরমেশন অনুযায়ী আপনার সকল সমুদয় অর্থ পরিশোধিত থাকলে পরিশোধিত পেমেন্ট ইনফরমেশন প্রদান করুন।

আপনার পরিশোধিত সমুদয় অর্থের ব্যাংক রশিদের সফট(স্ক্যান) কফি সংযুক্তি অংশে যুক্ত করুন।[*ব্যাংক রশিদ অবশ্যই .pdf(পিডিএফ) ফরমেটে প্রদান করতে হবে।]

পূর্বের ডাউনলোডকৃত আবেদন ফরম,টাকা জমার ব্যাংক রশিদ এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সফট(স্ক্যান) কফি সংযুক্তিতে প্রদান করুন।[*আবেদন ফরম অবশ্যই .docx(ডক) এবং টাকা জমার ব্যাংক রশিদ ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সফট(স্ক্যান) কফি .pdf(পিডিএফ) ফরমেটে প্রদান করতে হবে।]